Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জয়পাড়া পরিবহন ও ডিএনকে পরিবহনের নিজস্ব বাস ডিপো উদ্বোধন।

দোহার (ঢাকা) প্রতিনিধি:-
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

দোহার উপজেলায় জয়পাড়া পরিবহন ও ডিএনকে পরিবহনের নিজস্ব বাস ডিপো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে দোহার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া তাবাসসুম এই নতুন ডিপোর উদ্বোধন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার ইঞ্জিনিয়ার এম. এম. মামুনুর রশিদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি (ইউএনও) তানিয়া তাবাসসুম বলেন, “দীর্ঘদিন ধরে দোহারের তিনটি প্রধান পরিবহনের মধ্যে দুটি পরিবহনের স্থায়ী বাস ডিপো থাকলেও জয়পাড়া ও ডিএনকে পরিবহনের কোনো নির্দিষ্ট ডিপো ছিল না। তারা পূর্বে কালেমা চত্বরে অস্থায়ীভাবে কার্যক্রম পরিচালনা করত, যা যানজট এবং জনদুর্ভোগের মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল। নতুন স্থানে ডিপো স্থানান্তরের ফলে জয়পাড়া বাজার এলাকায় যানজট অনেকটাই কমবে বলে আশা করি।”

জয়পাড়া পরিবহনের সভাপতি সিরাজ ফকির বলেন,“আশপাশে জায়গা না পাওয়ায় ডিপো স্থাপনে সময় লেগেছে। অবশেষে আমরা একটি স্থায়ী স্থানে ডিপো চালু করতে পেরেছি।”

সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন খোকন জানান,“নতুন বাস ডিপো আমাদের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে এবং যাত্রীসেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সুতারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বেপারী, দোহার পৌরসভার সাবেক কাউন্সিলর ফরহাদ হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল আউয়াল, ছাত্রদলের সভাপতি সেলিম ওসমান এবং অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

নতুন এই বাস ডিপোর মাধ্যমে দোহারবাসীর জন্য আরও সুষ্ঠু, নিরাপদ এবং ঝামেলামুক্ত পরিবহন নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।