চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলাহাট উপজেলা বিএনপির আয়োজনে এক বিশাল র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে ভোলাহাট ফায়ার সার্ভিসের পার্শ্ব হতে বিশাল রেলি ও সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ ইয়াজদানী আলীম আল-রাজী জর্জ। উক্ত সভা ও র্যালিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সম্মানিত সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম (চাইনিজ)। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা আলহাজ্ব মোঃ আব্দুস সালাম তুহিন, আরও উপস্থিত ছিলেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের খোকন, মোঃ মোতাল্লেব আলী দলদলী ইউনিয়ন বিএনপি ভোলাহাট উপজেলা , ভোলাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, মোঃ এহসানুর আহমেদ (রওশান)সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ সহ আরও বিএনপির স্থানীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।