Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির কৃষক জাহাঙ্গীরকে বাঁচাতে সাহায্যের আকুতি।

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:-
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মৃত‍ আব্দুল কাদের গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৩৬) হাসপাতালের বেডে রোগ শয্যায় শায়িত হয়ে কষ্টকর জীবন যাপন করছেন।
জেলার কৃতিত্বপূর্ণ কৃষক হিসেবে স্বীকৃতি পাওয়া কৃষক জাহাঙ্গীর দীর্ঘদিন মাজার দুই পাশে ব্যথায় ভুগছেন। গত জানুয়ারি মাসে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের রিপোর্ট অনুযায়ী ডাক্তার সঞ্জয় কুমার সরকার তাকে দুইটা কিডনি ড্যামিস হয়েছে বলে জানান। সেখান থেকে বাড়ি আসার পর ১১ জানুয়ারি খুলনার আবু নাছের বিশেষায়িত হাসপাতালে ভর্তি হন। আবু নাছের হাসপাতালের ডাক্তার এনামুল কবিরের কাছে এক মাস ধরে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে তিনি বলেন, রোগি যতদিন বাঁচবে ততদিন ডাইলোসিস্ করাতে হবে। সেখান থেকে রোগীর অবস্থা আরও বেগতিক হলে ঢাকা কিডনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে অবস্থা মারাত্মক হলে তাকে ২৫ জানুয়ারি ২০২৫ বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গুরুতর অবস্থায় অক্সিজেনের মাধ্যমে চিকিৎসা চলে। তাকে ঢাকার সিকেডি কার্ডিওলজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ইতিমধ্যে তার ১২ লক্ষ ৭০ হাজার টাকা খরচ হয়েগেছে। চিকিৎসকরা কিডনি ট্রান্সফার করার পরামর্শ প্রদানের পর তার স্ত্রী রূপা বেগম নিজের একটি কিডনি প্রদানে সম্মত হয়েছে। এখন প্রয়োজন ৭ লক্ষ টাকা। একজন সুহৃদ বন্ধু ৩ লক্ষ টাকা দিতে প্রতিশ্রুতি দিয়েছেন। বাকী ৪ লক্ষ টাকা যোগাড় হলে ১০/১২ দিন পর কিডনি ট্রান্সফারের কাজে হাত দেওয়া হতে পারে। এজন্য জাহাঙ্গীর ও জাহাঙ্গীরের পরিবার হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন। মানবিক সাহায্য পাঠাতে আগ্রহীদের  কৃষক জাহাঙ্গীরের স্ত্রী রুপা খাতুনের সাথে ০১৩১৫৯৫৭৮৮১ বিকাশ ও নগদ ০১৬৪৪৫৩১৬৪৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানান হয়েছে।