যশোরে মাদক বিরোধী অভিযানে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চার সদস্য।
এসময় গুরুতর আহত হন কনস্টেবল শহিদুল ইসলাম। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনা টি ঘটেছে গত বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজারহাট মোড় এলাকায়।
সিআইডি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে পাঁচটার দিকে এসআই হাবিব, এসআই তরিকুল ইসলাম, এএসআই মো. জাহিদ হোসেন এবং কনস্টেবল শহিদুল ইসলাম অভিযান চালান।
এসময় স্থানীয় মাসুদ রানার ছেলে তুষারকে আটক করা হলে তার লোকজন সিআইডি সদস্যদের ‘ভুয়া পুলিশ’ বলে গণপিটুনি দেয়। পরে কোতোয়ালি থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
তবে অভিযুক্ত তুষার দাবি করেছেন, ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করায় সংঘর্ষের সূত্রপাত হয়।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘হঠাৎ দুজন আমাকে কেয়া হোটেলের ভেতরে নিয়ে যায়। এরপর আমার কাছে থাকা ফোন ও ৫ হাজার টাকা নেয়। পরে তারা ইয়াবা দেখিয়ে ফাঁসানোর চেষ্টা করলে আমি প্রতিবাদ করি, তখন মারামারি শুরু হয়।
অভিযোগ অস্বীকার করে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোসা. সিদ্দিকা বেগম বলেন,আমাদের সদস্যরা নিয়মিত অভিযানে যায়, কাউকে অহেতুক ফাঁসানোর প্রশ্নই ওঠে না। তুষারের বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে।
তিনি জানান, ঘটনাটির পর সরকারি কাজে বাধা ও মাদক ব্যবসার অভিযোগে তুষারসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।অভিযুক্তদের ধরতে কোতোয়ালি থানা পুলিশ কাজ করছে।