Crime News tv 24
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা।

admin
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

 

শিমুল রেজা নিজস্ব প্রতিবেদক:-

 

চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের হাসপাতাল সড়কে এই অভিযান চালানো হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় জনতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যৌথ স্বত্বাধিকারী জান্নাতুল, হাসান, ইসমাঈল, হাসনাত, শাকিল ও অলিকে ৩০ হাজার টাকা এবং নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মমিনুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়।
এ সময় চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।