খুলনা মহানগর কেএমপি (ডিবির) অভিযানে বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি সহ দুই অস্ত্রধারীকে আটক করেছে। আটকৃতরা হলেন পাভেল ও মোটরসাইকেল চালক হাবিব।
বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ডিবি পুলিশের পরিদর্শক মো.শহীদুল ইসলাম ও তার সঙ্গীও ফোর্স নিয়ে বানিয়াখামার আলকাতরা মিল মোড় রাস্তার উপর বিশেষ অভিযানের অংশ হিসেবে চেকপোষ্ট ও বিভিন্ন যানবহনে তল্লাশিকালে দুইজন আরোহীকে মোটরসাইকেল সহ থামার জন্য সংকেত দেওয়া হয়।
তবে দুই অস্ত্রধারী মোটরসাইকেল যোগে পালানোর চেষ্টা করে। এ সময় দায়িত্বরত ডিবি পুলিশের অন্যান্য সদস্যরা একত্রে তাহাদের গতিরোধ করে।
তাদের দেহ তল্লাশি কালে মোটরসাইকেলের পিছনে বসা পাভেল এর কোমরের পিছনে গোজা অবস্থায় ১ টি ৭.৬৫ বিদেশি পিস্তল এবং ১ রাউন্ড ৭.৬৫ পিস্তলের গুলি সহ ১ টি ম্যাগজিন উদ্ধার করে।
এছাড়াও মোটরসাইকেলের চালক হাবিব এর দেহ তল্লাশি কালে তাহার প্যান্টের ডান পাশের পকেটে ৭.৬৫ পিস্তলের ১ রাউন্ড গুলি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।