Crime News tv 24
ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় মানিক নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মোল্লা জাহাঙ্গীর আলম /ভ্রাম্যমাণ প্রতিনিধি:-
সেপ্টেম্বর ৫, ২০২৫ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. ইমরান হোসেন মানিক (৩৫)।

তিনি রূপসা উপজেলার বাগমারা এলাকার বেলায়েত হোসেনের ছেলে।

বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে বাগমারা জয়পুর এলাকার মাস্টার বাড়ির গেটের সামনে একটেল টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে দুর্বৃত্তরা মানিকের ওপর অতর্কিত গুলি চালায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।