পাইকগাছার বয়রা শ্মশান ঘাট হতে হাড়িয়া ব্রীজ অভিমুখী সড়কের ভাঙাচোরা অংশ সংস্কারের কাজ শুরু করা হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির বেশ কিছু জায়গায় খানাখন্দের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় সহ পথচারীদের ভোগান্তি চরমে পৌঁছেছিলো।
এদিকে জনগুরুত্বপূর্ণ এ বিষয়টি আমলে নেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে সড়ক সংস্কারের কাজ বাস্তবায়িত হচ্ছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তিনি সংস্কারাধীন সড়কটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় ইউএনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজের গুণগত মান নিশ্চিত করে দ্রুত শেষ করার নির্দেশনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ সিএ কৃষ্ণপদ মন্ডল, ফটোগ্রাফার হিরন্ময় ব্যানার্জি সহ আনসার সদস্য বৃন্দ।
এলাকাবাসী জানান, দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সড়কটির সংস্কার কাজ তাদের প্রাণের দাবি ছিলো। এজন্য উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সংস্কার কাজ শেষ হলে স্থানীয় বাসিন্দা সহ লতা ইউনিয়নের জনগণের যাতায়াত ও যানবাহন চলাচল আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।