যশোরের খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকা থেকে ২২৫.৩১ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় এক যুবককে আটক করে তার পরিহিত প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৮১০ টাকা জব্দ করা হয়।
আটককৃত যুবকের নাম মোঃ বাদশা শেখ (২৫), পিতা সোহেল শেখ, গ্রাম পোদমদী, ডাকঘর নবাবভাড়ী, থানা বালিয়াকান্দি, জেলা রাজবাড়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার ধুলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩৪ লক্ষ ৫৪ হাজার ৪৫২ টাকা এবং জব্দকৃত মোবাইল ও নগদ টাকাসহ সর্বমোট সিজারের মূল্য দাঁড়িয়েছে **৩৪ লক্ষ