চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬৬৮ বোতল ফেনসিডিলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে জীবননগর থানা পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১০টার দিকে জীবননগর সীমান্ত ইউনিয়নের কয়া ঈদগাহ ময়দানের সামনে থেকে পাওয়ার টিলার ভর্তি ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের আবু দাউদ এর পুত্র আব্দুর রহমান (৩০)ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর গ্রামের নুরুজ্জামান এর পুত্র এনামুল হক (৩৪)।
জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলার বিপিএম সেবার নির্দেশে ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেনের নেতৃত্বে এস আই মিজানুর রহমান, সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় বস্তায় ভর্তি পাওয়ার টিলারে রাখা ৬৬৮ বোতল ফেনসিডিল সহ ২ জনকে আটক করা হয়।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামে মাদকবিরোধী একটি অভিযান চালিয়ে ৬৬৮ বোতল ফেনসিডিল, একটি পাওয়ার টিলার সহ দুইজনকে আটক করা হয় । আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।