দিনাজপুরের ফুলবাড়ী আজ শহীদ স্মৃতি আদর্শ কলেজ ও নবাবগঞ্জ উপজেলার ডিগ্রী কলেজে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদে ভর্তি বিষয়ক উদ্বুদ্ধকরণ ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১২ টার সময় ( ৭হর্স) ক্যাপ্টেন কাজী নাঈম হোসেনের আয়োজনে নবাবগঞ্জ ডিগ্রী কলেজে ও ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজে শিক্ষার্থীদের মাঝে
সেনাবাহিনীতে অফিসার পদে উদ্বুদ্ধকরণ ও আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তারা সেনাবাহিনীর গৌরবময় ইতিহাস, শৃঙ্খলা, জীবনযাপন এবং দেশসেবার মহৎ সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
উদ্বুদ্ধকরণ ক্লাসে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে অফিসার হওয়ার যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, শারীরিক ও মানসিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়াও ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সেনাবাহিনীতে যোগদানের আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।