Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ডিসি ফুড কাজি সাইফুদ্দিনের বদলিতে খুলনা খাদ্য দপ্তরের দুঃখ প্রকাশ।

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা প্রতিনিধি:-
আগস্ট ২১, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলা খাদ‍্য নিয়ন্ত্রক কাজি সাইফুদ্দিনের বদলির হওয়ায় সকল কর্মকর্তা- কর্মচারিবৃন্দ দুঃখ প্রকাশ করেছেন। সকলে বলেন,গত ৩০শে জানুয়ারি ২০২৫ ইং তারিখ হইতে খুলনা জেলা খাদ‍্য নিয়ন্ত্রকের কার্যালয়ে যোগদানের পর থেকে তিনি কর্মঠ ও পরিশ্রমী কর্মকর্তা ছিলেন। খুলনা জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে খাদ‍্য কর্মকর্তা এবং এলএজডি কর্মকর্তাদের

সাথে গণমাধ্যমকর্মীরা মুঠোফোনে আলাপ কালিন জানা যায়,এই বছর সরকারিভাবে খাদ‍্য সংগ্রহের লক্ষমাত্রা ছিলো সেই সংগ্রহ শতভাগ পুরণ করতে পারি তারই দিক-নির্দেশনায় এবং আমাদের প্রচেষ্টায়,ডিসি ফুড মহাদ্বয়ের বদলি হওয়াই আমরা খুবই মর্মাহত। মহানগরীর খোলা বাজারে পণ‍্য বিক্রেতা (ডিলার) মেসার্স ডায়মন্ড ব্রাদার্স,মেসার্স রওশন এন্টারপ্রাইজ,খান ট্রেডার্স,

মেসার্স মুন এন্টার প্রাইজ সহ একাধিক বিক্রেতারা জানান,আমাদের এই পণ‍্য বিক্রয়ে তদারকি কর্মকর্তা থাকা সত্তেও ডিসিফুড স‍্যার নিজেই আমাদেরকে দিক নির্দেশনা দিতেন,এক কথায় তিনি একজন সঠিক এবং ভালো মনের কর্মকর্তা ছিলেন। অনেকেই তার অভাব বোধ করছেন এবং তার কাজের স্মৃতিচারণ করছেন। ডিসি ফুড যিনি সম্প্রতি বদলি হয়েছেন,তার কর্মকালে সকলের কাছে পরিচিত এবং প্রিয় ছিলেন।

তার বদলির খবরে অনেকে সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। বিশেষ করে,তার কাজের দক্ষতা,আন্তরিকতা এবং সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য তিনি বিশেষভাবে প্রশংসিত ছিলেন। তার বদলির কারণে অনেকেই মনে করছেন যে, তার অভাব সহজে পূরণ হবার নয়। মহেশ্বরপাশা সিএসডি ম্যানেজার মোঃ মোশাররফ হোসেন ও খুলনা সিএসডি ম্যানেজার মোঃ ইকবাল হোসেন বলেন,

আমাদের স্যারের মতো ভালো মনমানসিকতার লোক খুব কমই পাওয়া যায়। তিনি আমাদের সন্তানের মতো গাইড দিয়ে কাজ আদায় করতেন। আমরা তার বদলির আদেশ স্থগিত করার দাবি করছি। সার্বিক বিষয় খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজি সাইফুদ্দিন বলেন,আমি সবে মাত্র খুলনায় এসে খাদ্য দপ্তরটাকে স্বচ্ছতার সাথে পরিচালনা করছি,ঠিক সেই মুহূর্তে আমার বদলির আদেশ হলো। আমি কর্তৃপক্ষের দৃষ্টি করে বলছি ভালো কাজ করার ক্ষেত্রে এই আদেশ বিবেচনা করা যায় কিনা।