চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পাঠান বাড়ির মসজিদ
থেকে চালাম পাঠান নামে এক যুবলীগ নেতা আটক হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) জুমার নামাজ শেষে মুসল্লীরা চলে গেলে যুবলীগ নেতা আঃচালাম পাঠানের নেতৃত্বে মসজিদে ১৫ আগস্ট উপলক্ষে মিলাদ ও দোয়া পড়ানোর জন্য প্রস্তুতি নেয়। এসময় লোকজন খবর পেয়ে চলে এসে আঃ চালাম পাঠানকে আটক করে। পরে মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ আঃ চালাম পাঠানকে থানায় নিয়ে যায়।
একটি সূত্র জানায়, গতবছর জুলাই আগস্টে ছাত্র জনতার উপর আঃ চালাম পাঠান হামলা চালায়।
এমনকি জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসায় হামলার সঙ্গে জড়িত বলে জানাযায়।