Crime News tv 24
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

“আমরা শোকাহত “…..

কবি-প্রভাষক সাবরীন সুলতানা:-
আগস্ট ১৬, ২০২৫ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

———————————————————————–
হে পিতা, জাতি আজ গভীর ভাবে শোকাহত,
তোমার স্মরণে বাংলার সকল বেদীতে,
হাজারো পুষ্পস্তবক অর্পণ করা রয়েছে অব্যাহত।
তোমার সকল চিহ্ন মুছে ফেলার সকল অপচেষ্টা,
ভাঙচুরের ধ্বংস লীলা ঘটিয়েছে যারা,
তোমাকে স্মরণ করে আজ বেড়েছে তাদেরও তেষ্টা।
ওরা ভেবেই নিয়েছিলো হয়তো তোমার স্মরণে,
বেদীতে দিবেনা কেউ ফুল,
আজ বাংলার আপামর জনগণ প্রমাণ করেছে,
বুঝিয়ে দিয়েছে ওদের ধারণা সম্পুর্ণ ভুল।
হে পিতা, জাতি আজ সত্যিই,
তোমার ব্যথায় গভীরভাবে মর্মাহত,
ধানমন্ডি ৩২ সহ সারা বাংলার সকল বেদীতে,
মোমবাতি প্রজ্জ্বলন,পুষ্পস্তবক অর্পণ,
সাথে অবিরাম ভালোবাসা দিয়েছে যথাযথ।
পুরো বাংলা আজ যেনো তোমার ব্যথায় হতাহত,
হে পিতা, আমরা গভীর ভাবে শোকাহত।
গোপালগঞ্জ সহ অনেক জায়গায়
ধ্বংসের জন্য ওরা তুলেছিলো মহা রেশ,
ওরা হয়তো একটি কথা জানেনা,
বঙ্গবন্ধু হলো ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ।
ওরা চেয়েছিলো মুছে ফেলবে তোমার অস্তিত্ব,
ফ্যাসিস্ট, সাদা পলিথিনেরা, করবে দেশে রাজত্ব।
ওরা ধরেই নিয়েছিলো বাংলার জনগণ,
সুদখোরদের করবে সদাই দাসত্ব।
তবুও তুমি আছোও-এবং থাকবে,
পতাকায়, সংবিধানে,মানচিত্রে,
প্রতিটি মুক্তচিন্তার অনুতে,
প্রতিটি বাঙালী বিবেকের জাগরণে,
হাজারো হৃদয়ের মনিকোঠায় নিত্য ছবি আঁকবে।
হে পিতা, আমাদের ক্ষমা কর, আমরা দুঃখিত,
তোমার প্রতিশোধ নিতে বাঙালী নিজেকে করছে সংযত,
অনুশোচনায় জ্বলছি সদাই, আজ আমরা শোকাহত।

৭.কবিতায়ঃ আমি নিজে
প্রভাষক সাবরীন সুলতানা

নোটঃদু চোখে দেখে অনেককেই ভালোবাসা যায়। কিন্তু না দেখে শুধু মাত্র ব্যক্তিত্বের প্রেমে পড়ে কয়জনকে ভালোবাসা যায়? সেটাই মূখ্য বিষয়। ছোট্ট বেলা থেকে আমি ৭ ই মার্চের ভাষণ শুনেই যাকে পরম শ্রদ্ধাভরে ভালোবেসে লালন করে আসছি সে হলে তুমি, বাংলার রাখাল রাজা, বাংলার বন্ধু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তোমার আর্দশ ধারন করি এবং হৃদয়ে লালন করি। আজকে তোমার শোকে কাঁদছে বাংলার আপামর জনগণ। তাই তোমার স্মরণে আমার আজকের এই কবিতা লিখা।ভাবছি তোমাকে নিয়ে একটি কাব্যগ্রন্থ লিখবো ইনশাআল্লাহ।
বিনম্র শ্রদ্ধা হে পিতা —
তোমায় অজস্র সালাম