চলতি আগষ্ট- সেপ্টেম্বর মাসে বাংলাদেশের নদ- নদী তে উজানের ঢল পানি নেমে বন্যা রুপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সে হিসেবে এরই মধ্যে পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় এর প্রভাব চুয়াডাঙ্গা বুক চিরে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদীতে পড়ছে।গত ৭২ ঘন্টায় মাথাভাঙ্গা নদীতে ০.৩২ সেঃ মিঃ পানি বেড়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড(বাপাউবো)র চুয়াডাঙ্গা কার্যালয়ের পানি বিজ্ঞান শাখার উপ- সহকারি প্রকৌশলী মিজানুর রহমান জানান,গত ৭২ ঘন্টায় ০.৩২ সেঃ মিঃ পানি বেড়েছে চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীতে।এর মধ্যে,গত ১১ আগষ্ট ৮.১১ সেঃ মিঃ,১২ আগষ্ট ৮.২১ সেঃ মিঃ,১৩ আগষ্ট ৮.৩৩ সেঃ মিঃ,এবং আজ ১৪ আগষ্ট৮.৪৩ সেঃ মিঃ।
উপ সহকারি প্রকৌশলী মিজানুর রহমান আরো বলেন-প্রতিদিন সকাল ৯ টার দিকে মাথাভাঙ্গা নদীর পানি পরিমাণ নির্ণয় করা হয়।যদি পানির সমতল ১১.৬০ সেঃ মিঃ অতিক্রম করে।তাহলে বিপদ সতর্কতা জারি করা হয়ে থাকে।সেদিক থেকে এখনও নিরাপদ রয়েছে চুয়াডাঙ্গা জেলাবাসী।