Crime News tv 24
ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সত্যি হবে বীর…..

কবি তাছলিমা আক্তার মুক্তা:-
আগস্ট ৯, ২০২৫ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

বদমেজাজি মেয়েরে তুই
আগুন ছড়ানো কন্যা ,
আষাঢ় মাসে পেয়ে তোকে
নাম দিয়েছি বন্যা ।

কথায় কথায় মেজাজ দেখায়
উড়নচণ্ডী দশা ,
কোনো কিছুর দার দারে না
নেই তো ভালোবাসা ।

এতো চটে লাভ কি হবে
কার কি আসে যাবে ,
রগচটা ঐ মেজাজ খানা
তোমায় গিলে খাবে ।

শান্ত মনে পথ চলিও
মেজাজ রেখো স্থীর ,
সবাই তোমার আত্মীয় নয়
হাজার লোকের ভীড় ।

সবাই তোমায় উস্কে দিবে
করবে হাসাহাসি ,
আমি তোমার আত্মীয় নই
কিন্তু ভালোবাসি ।

মাটির দিকে ফিরে তাকাও
নত করো শীর ,
তবেই তুমি হতে পারবে
সত্যিকারের বীর ।