Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

“আমায় যেও ভুলে”….

admin
আগস্ট ৫, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কবি-প্রভাষক সাবরীন সুলতানা….

কোথাও যদি আমি হারিয়ে যাই গো কোনোদিন,
যেও ভুলে, সখা আমায় যেও ভুলে।
তুমি কি জানো, আমি সেই দিন,
নিশ্চয়ই শোধ করে যাবো তোমার সকল ঋণ।

যে ঋণে, ঋণী তুমি করেছো কত শত অবহেলায়,
জীবনের সকল সুখের ইতি টেনেছি তাই এই অবেলায়।
স্মৃতির মালা গেঁথো নাকো জীবন নামের ঝড়া ফুলে,
তাই তো বলি সে বেলায় যেও ভুলে,
সখা, আমায় যেও ভুলে।

রাখবো লিখে, জীবন খাতার শেষ পাতায়,
তোমার মনের সব মধুর মিতালী,
আকাশ ভরা তারায় তারায় গড়বো গানের গীতালি।
সারা রাতের আলোক ছোঁয়ায় দুয়ার খানি খুলে,
আমার অপেক্ষায় না থেকে যেও ভুলে,
সখা, আমায় যেও ভুলে।

কোথাও যদি আমি হারিয়ে যাই চিরতরে,
বুক পাঁজরে গেঁথে রেখো স্মৃতি করে।
তাই তো বলি, যেও ভুলে,
সখা, আমায় যেও ভুলে।
যে কোনো মায়ার ছলে, কেবল মায়ার ছলে,
যেও ভুলে, সখা আমায় যেও ভুলে।

কবির ৯৯তম কবিতায় :