Crime News tv 24
ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হলেন মোঃ সোহাগ সিকদার।

Link Copied!

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ) গোপালগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সোহাগ সিকদার। আজ রবিবার দুপুর ২টার দিকে সংগঠনের সভাপতি এ জেড আমিনুজ্জামান রিপন নিজ কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সদস্য কার্ড তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন, সাংবাদিক এমডি নাঈম মিয়া এবং আরও অনেকে। এ সময় বক্তারা সংগঠনের নতুন সদস্য সচিবকে অভিনন্দন জানিয়ে তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

সভাপতি এ জেড আমিনুজ্জামান রিপন বলেন, “মোঃ সোহাগ সিকদারের যোগদান গোপালগঞ্জ জেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল করবে। আমরা তার জন্য সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখব।”

এ জেড আমিনুজ্জামান রিপন নিজেও একজন সাহসী সাংবাদিক হিসেবে পরিচিত। তিনি ক্রাইম নিউজের সম্পাদক এবং দৈনিক ভোরের বাণী পত্রিকার চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন সদস্য সচিবের প্রতি শুভকামনা জানিয়ে তিনি সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।