Crime News tv 24
ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কবিতা আমি অগাধ সম্পদের মালিক হতে চাই…….

কবি তাছলিমা আক্তার মুক্তা:-
আগস্ট ৩, ২০২৫ ১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

আমি প্রচন্ড রকমের লোভী
তবে সেটা সম্পত্তির জন্য নয় সম্পদের।
আমি অনেক কিছু পাবার আশা করি
তবে সেটা অন্যকে ঠকিয়ে নয় ভালোবেসে ।
আমিও কিছু সম্পদের মালিক হতে চাই
তবে সেটা বাড়ি গাড়ি নয় সমালোচনার।
কারণ সম্পত্তির পরিমাণ থাকে
এটা নিয়ে আলোচনার হয়
কোনো সমালোচনা হয় না।
আর আমি সেটার কারণ হতে চাই।
ঐ যে বললাম আমি লোভী সেটা কি জানেন ?
মানুষের ভালোবাসা যেটাতে স্বার্থ নেই।
ঐ যে বললাম আমি অনেক কিছু পাবার আশা করি ,
সেটা সম্পত্তি নয় সম্পদের।
সবার সমালোচনার মুখে থাকতে চাই।
অগাধ সম্পদের মালিক হতে চাই ।
আমি সবার মুখের হাসি হতে চাই,
তবে উপহাসের নয়।
স্বতঃস্ফূর্ত প্রকাশে স্বাধীনতার হাসি।
আমি সকলের কান্নার কারণে হতে চাই,
তবে সেটা কষ্টের নয় আমার থেকে বিচ্ছেদে
যাঁরা আমাকে এতটাই ভালোবাসে
আমার চলে যাবার কথা উঠতেই
নীরব চোখের কোণে জল চলে
আসে তবে মুখের উজ্জ্বল হাসি ।