নেত্রকোনা কেন্দুয়া উপজেলা ০৪নং গড়াডোবা ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম এর পুত্রবধূ মন্জুরা আক্তারকে না জানিয়ে বিদ্যাবল্লভ গ্রামের ব্রিজ সংস্কার ও ইউনিয়ন পরিষদের সংস্করণ প্রকল্পের সভাপতি বানিয়ে প্রকল্পের টাকা আত্মসাৎ, অবৈধভাবে চেক আঁটকে রাখা ও ভিজিডি বরাদ্দকৃত চাল ছুরির অভিযোগে ০৪ নং গড়াডোবা ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে অত্র ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান এর সম্মুখে সচিব আনোয়ার হোসেন এর নিকট প্রমাণ উপস্থাপন পূর্বক ও অভিযোগের ভিত্তিতে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে রাজি না হলে, প্রশাসক সচিবকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে অনুরোধ করলে সচিব আনোয়ার হোসেন বলেন, স্যার এসব কিছুর প্রমাণ/ ছবি সাংবাদিকদের কাছে আছে। এবং দূর্নীতি করছি মামলাতো হচ্ছেই যা হবার মামলায় এমনেই হবে বলে সাংবাদিকদের জানান।
এ বিষয়ে প্রমাণ উপস্থাপন পূর্বক কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জানতে তিনি জানিয়েছিলেন অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হবে।