Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১৮ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় মহাসমাবেশকে স্বাগত জানিয়ে বুড়িচংয়ে জামায়াতের মিছিল ও পথসভা অনুষ্ঠিত।

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:-
জুলাই ১৮, ২০২৫ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ও জনসমর্থন জোগাতে কুমিল্লার বুড়িচং উপজেলা সদর এলাকায় স্বাগত মিছিল ও পথসভা করেছে উপজেলা জামায়াত। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৬টায় কুমিল্লা মীরপুর সড়কের বুড়িচং উপজেলা সদর এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে উপজেলা সদরের বসুন্ধরা চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাগত মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান। এ সময় দলের নেতাকর্মীদের ঢাকার মহাসমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সরকারের ‘দমন-পীড়নের’ বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানান তিনি।
জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলার সহকারী সেক্রেটারি মোঃ কবির হোসেন এর পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ডক্টর মো: মোবারক হোসাইন, জেলা শূরা সদস্য অধ্যাপক মো. আব্দুল আউয়াল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা শূরা সদস্য মো. সাইফুল আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা জেলা সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফারুক চৌধূরী, অফিস সেক্রেটারি ফয়েজ আহমেদ মাস্টার, বুড়িচং সদর ইউনিয়নের আমীর মোঃ তাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মাসুদ মৈশান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলা সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খান, সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন, জামায়াত নেতা অধ্যাপক মোঃ রবিউল আলম, পীরযাত্রাপুর ইউনিয়নের আমীর মোঃ মুমিনুল হক, সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম, ষোলনল ইউনিয়ন আমীর সার্জেন্ট হাবিবুর রহমান,সেক্রেটারি গেলাম কিবরিয়া, বাকশীমুল ইউনিয়ন আমীর মাওলানা আবদুর রউফ, সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, রাজাপুর ইউনিয়নে আমীর মাওলানা ইসমাঈল, সেক্রেটারি মাওলানা মোঃ ফখরুল ইসলাম, জামায়াত নেতা সোলেমান পাটোয়ারী, মাওলানা আবদুস সালাম আজাদী, শরিফুল্লাহ খান, নেয়ামত উল্লাহ, ওমর ফারুক সোহেল, কামরুল হাসান সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে। জনগণের অধিকার নিশ্চিত করতে দলীয়ভাবে যে কোনো সময় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা জানান।