Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১৮ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় জমি বিরোধে বাবা-ছেলে নিহত।

Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর শেখ (৫৫) ও তার ছেলে নাহিদ শেখ (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় একজন প্রতিপক্ষও আহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাহিরপাড়া গ্রামের জাহাঙ্গীর শেখ ও মান্দার শেখের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন জাহাঙ্গীর শেখ মাঠে পাট কাটতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে মান্দার শেখ ও তার ছেলেরা হামলা চালায়।

জাহাঙ্গীর শেখকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করা হয়। তার ছেলে নাহিদ শেখকেও কুপিয়ে গুরুতর আহত করা হলে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মান্দার শেখের পক্ষের কাদের শেখ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “জমি নিয়ে বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।