Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১৮ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ -৩ আসনের সাবেক এমপি সেলিম উদ্দিন তরফদারের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা।

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ-
জুলাই ১৮, ২০২৫ ১২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নওগাঁ-৩ আসনের সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বুধবার ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা দায়েরের তথ্য দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া মামলা করেন।
২০১৪ সালে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন ছলিম উদ্দিন তরফদার।

২০১৪ সালে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন ছলিম উদ্দিন তরফদার।
তার বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়েছে, দায়িত্ব পালনকালে ৫ কোটি ৯৩ লাখ ৬ হাজার টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখেন।

আরেকটি মামলায় তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের বিরুদ্ধে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলাটিতে বলা হয়েছে, ছলিম তার দায়িত্ব পালনের সময় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ অর্জন করে স্ত্রীর নামে করেছেন। এজন্য শিরিনের পাশাপাশি তাকেও এ মামলার আসামি করা হয়েছে।

এ ছাড়া ছলিমের ছেলে সাকলাইন মাহমুদের বিরুদ্ধেও প্রাথমিকভাবে অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ার কথা তুলে ধরে দুদকের মহাপরিচালক বলেন, তার নামে ইটভাটা ও অন্যান্য স্থাপনার তথ্য মিলেছে। পাশাপাশি বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সাকলাইন মাহমুদের সম্পদ বিবরণী দাখিলের জন্য তাকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুদক।
নওগাঁ #