Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১৮ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মহাদেবপুরের বিনোদপুর গ্রামে ৭ম শ্রেনীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা।

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি:-
জুলাই ১৮, ২০২৫ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁর মহাদেবপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে উপজেলার বিনোদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে রিফাত হোসেন (২৪) ও একই গ্রামের মৃত তজির উদ্দিনের ছেলে ধানী ওরফে দানেসকে (৫০) আসামী করে বুধবার রাতে থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার দুপুরে উপজেলার সফাপুর ইউপির বিনোদপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,ওইশিক্ষার্থী নুডলস কেনার জন্য গত শনিবার দুপুরে গ্রামের প্রাথমিকবিদ্যালয় মোড়ের একটি দোকানে যায়। সেখানে যাওয়ার সময় বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকেই ওঁত পেতে থাকা রিফাত হোসেন ওই শিক্ষার্থীর মুখ চেপে ধরে বিদ্যালয়ের নির্মাণাধীন ওয়াস ব্লকের ভেতরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

সেখানে ধানী নামের এক ব্যক্তি বাহিরে থেকে তাদের পাহারা দিয়ে ধর্ষককে সহায়তা করছিলেন। ওই স্কুলছাত্রীর মা জানান, মেয়ে দোকান থেকে নুডলস না কিনে বাড়ি ফিরে অসুস্থ অবস্থায় শুয়ে পড়ে।পরে তাকে ধর্ষণের বিষয়টি খুলে বলে। এ ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় বলেও জানান তিনি।

ধর্ষণের শিকার স্কুলছাত্রী জানায়, জোরপূর্বক ওয়াস ব্লকের ভেতরে নিয়ে গিয়ে তার ছোট ভাইকে জবাই করে হত্যার হুমকি দিয়ে রিফাত তার সাথে খারাপ কাজ করেছে। এ সময় সেখানে ধানী নামের এক ব্যক্তি বাইরে পাহারা দিচ্ছিলেন। ঘটনাটি প্রকাশ করলে রিফাত তার বাবাকেও হত্যা করবে বলে হুমকি দেয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত রিফাত হোসেন পলাতক রয়েছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা জানান, এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা ২ জনকে আসামী করে থানায় মামলা দিয়েছে
নওগাঁ#