জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রচার সম্পাদক কবি আসাদ কাজলের মা, আবেদা খাতুন (৯০) গত শুক্রবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে দেশে সাহিত্য, সংস্কৃতি ও মানবিক পরিমণ্ডলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি এক শোকবার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। শোকবার্তায় সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা এবং মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম সেকুল বলেন,
“একজন মমতাময়ী জননী শুধু সন্তানের আশ্রয়ই নন, তিনি ছিলেন একটি পরিবারের প্রেরণা ও বন্ধনের উৎস। তাঁর চলে যাওয়া শুধু কবি আসাদ কাজলের নয়, আমাদের সবার জীবনেই এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।”
নেতৃদ্বয় আরও বলেন,
“আমরা বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং কবি আসাদ কাজল ও তাঁর শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি। আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামে স্থান দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।”