ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। তবে চিকিৎসকের স্বল্পতায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ডাঃ ফিরোজ আলম প্রতিনিধিকে বলেন সকাল ৯টা থেকে আজ এক’শর ও বেশী রোগীর ভিজিট করতে প্রায় ১২টা
বাজে। কষ্ট হলেও সমস্ত রোগী দেখতে হয়।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা বিশিষ্ট হলেও এখানে বর্তমানে প্রতিদিন বিভিন্ন রোগে গড়ে শতাধিক রোগী ভর্তি হন কিন্তু অনুমোদিত ৩০ জন চিকিৎসকের মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৬ জন।
হাসপাতালে ভর্তি এক রোগী জানান, এখান থেকে ওষুধ পাচ্ছি এবং ডাক্তার নিয়মিত ভিজিট করছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফিরোজ আলম বলেন, আমরা সীমিত জনবল নিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। দ্রুত চিকিৎসক নিয়োগ হলে রোগীদের সেবা দিতে আরও সহজ হবে।

