সবার জন্য মানসম্মত পরিসংখ্যান”-শ্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
২০ অক্টোবর সোমবার সকাল ১০ টার অনুষ্ঠানে মেহেরপুর জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ আব্দুল ছালাম ‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপপরিচালক বছির উদ্দীন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপ পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) স্থানীয় সরকার
পার্থ প্রতীম শীল।
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা পরিসংখ্যান অফিসার মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের উপ পরিচালক সনজীব মৃধা, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মুনীর, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জেল হোসেন,ব্র্যাকের এরিয়া ম্যানেজারসহ আরো অনেকে।আলোচনা অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন জেলা পরিসংখ্যান অফিসের নিরাপত্তা প্রহরী নূরুজ্জামান।