বরিশাল বানারীপারা থানাধীন মলুহার গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংখ্যালঘু পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।গতকাল রবরবার বেলা সারে ১১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।এতে সুনিল মাঝি (৬৫) ছেলে বিনয় (২০),স্ত্রী শেফালি (৫৫),ছেলে বউ তপু (২০) ও আরতি (৪০) নামের মোট ৫ জন গুরত্বর জখম হয়।আহত সুনিল মাঝি ২ নং মলুহার গ্রামের মৃত্যু কাশিস্বর মাঝির ছেলে।
পরে স্থানীয়রা আহত্বদের মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে বানারীপারা হাসপাতালে নিয়ে গেলে গুরত্বর আহত সুনিল মাঝিকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। আহত সূত্রে জানাজায়,সুনিল মাঝির সাথে জমি জমা নিয়ে পার্শবর্তী জামাল, কামাল, ও কামরুলদের সাথে বিরোধ চলে আসছে।গতকাল সুনিল তার পৈওিক সম্পওির জমি থেকে সুপারি পারতে গেলে প্রতিপক্ষ জামালের ছেলে রবিউল,স্ত্রী মাকসুদা,মেয়ে তানজিলা সহ অজ্ঞাত ২-৩ জন লাঠি নিয়ে এসে সুনিল কে এলোপাথাড়ি পিটিয়ে হাতে থাকা সুপারি ছিনিয়ে নেয়।
পরে সুনিলের ডাক চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসলে তাদেরও পিটিয়ে গুরত্বর জখম করে।এ ঘটনায় গুরত্বর আহত সুনিল শেবাচিমের সার্জারী ওয়ার্ডে মূমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।