নিরবাগ বিবেগ,
এ কেমন রাষ্ট্র!
আইনের চোখে বেঁধে রেখেছো কালো কাপড়
করে রেখেছো তাকে উলঙ্গ!
রক্ষক বাহিনীকে করিয়াছো জিম্মি
লটকিয়ে রাখিয়াছো বৃক্ষের শূর্ণে।
এ কেমন রাষ্ট্র!
শাসন নাই শোষণ এ ভরপুর,
জাতি হিসেবে মোদের আজ করিয়াতেছো উলঙ্গ।
বুনিয়াছি সুতো গড়িয়াছি পোশাক
ঢাকিয়াছি মোর লজ্জা,
তাও কেনও বিবেগ চক্ষুর দর্শনে আজ মোরা উলঙ্গ!
আর কতো দিবো তাজা রক্ত কতো কুটু
ভক্ষণ করিলে তোমার মন হবে তিক্ত?