চুয়াডাঙ্গা জেলায় জীবননগরে এনজিও সংস্থা আশা’র উথলী ব্রাঞ্চের উদ্যোগে ৩ দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৮ থেকে ২১ আগস্ট এ উথলী ব্রাঞ্চে এই বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্প ও চিকিৎসা সেবা প্রদান করা হবে।
উথলী ব্রাঞ্চের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মনিরুল ইসলাম এর সভাপতিত্বে গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টার সময় এই ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করে উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা সংস্থার চুয়াডাঙ্গা জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার অজয় কুমার দাস,সাংবাদিক আকিমুল ইসলাম,হাসান নিলয়, ব্যবসায়ী ইদ্রিস আলী, আরিফুল ইসলাম,বাশার সহ অনেকে।
ক্যাম্পেইনের মাধ্যমে রোগীদের সেবা দান করবেন আশা এনজিও সংস্থার ফিজিওথেরাপিস্ট মো.মহিবুর রহমান।
আশা’র সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচীর প্রশংসা করে সাংবাদিক আকিমুল ইসলাম বলেন, সমাজের উন্নয়নমূলক কর্মকান্ডের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আশা অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে এরা কাজ করে যাচ্ছে। উথলী ব্রাঞ্চের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মনিরুল ইসলাম বলেন, আশা আর্থসামাজিক উন্নয়ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
দেশের অর্থনৈতিক উন্নয়নে ঋণ প্রদানের পাশাপাশি শিক্ষা প্রোগ্রাম, স্যানিটেশন প্রকল্প এবং চিকিৎসা সেবা সহ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।তিনি আরও বলেন এই ফিজিওথেরাপি ক্যাম্পের মধ্যদিয়ে তিন দিনে আমরা প্রায় শতাধিক রোগীর সেবা দিতে পারবো।