Crime News tv 24
ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মধইল উত্তর পাড়া পা হারানো মিঠুনের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার বাসায় পৌঁছে দিলেন ট্রাইসাইকেল।

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ-
জুলাই ১৬, ২০২৫ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর পত্নীতলা উপজেলার মধইল উত্তর পাড়া গ্রামের দুর্ঘটনায় পা হারানো যুবক মিঠুনের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীমুজ্জামান মিলন। মানবিক উদ্যোগ হিসেবে মিঠুনের চলাচলের কষ্ট লাঘব করতে তাঁর বাড়িতে গিয়ে একটি ট্রাইসাইকেল উপহার দেন তিনি।

মিঠুন পেশায় দীর্ঘদিন যাবত বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। এক মাস আগে বাস দুর্ঘটনায় তাঁর এক পা সম্পূর্ণ কেটে ফেলতে হয়। এরপর থেকেই বউ ও দুই সন্তান নিয়ে চরম কষ্টে চলাচল করতেন মিঠুন। স্থানীয়দের মাধ্যমে ইউএনও’র দৃষ্টিগোচর হলে তিনি সরেজমিনে গিয়ে মিঠুর খোঁজখবর নেন।

পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি হুইলচেয়ার নয়, বরং মিঠুর চলাচলে আরও সুবিধাজনক একটি বিশেষভাবে তৈরি ট্রাইসাইকেল বাসায় পৌঁছে দেন ইউএনও।

এ বিষয়ে ইউএনও বলেন, মিঠুর মতো অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তার পরিবারের জন্য সরকারিভাবে কিছু আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করছি আমরা। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানরাও এগিয়ে আসলে আমাদের সমাজ আরও মানবিক হবে।

মিঠু ট্রাইসাইকেল পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, আমি কখনওই ভাবিনি ইউএনও স্যার নিজে আমার বাসায় এসে আমার খোঁজ খবর নিবেন। এই সাইকেলটা এখন আমার পা। ইউএনও স্যারকে আল্লাহ যেন ভালো রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, আকবরপুর ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম।
নওগাঁ #