চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সিংনগর বাঁওড়ের বাঁধ ভেঙে ওই বাওড়ের পানি প্রবল বেগে ভৈরব নদে গিয়ে পড়ছে। এতে ভৈরব নদের পানি বৃদ্ধি পাচ্ছে। ভৈরব নদের তীব্র স্রোতের কারণে মনোহরপুর গ্রামের ভৈরব নদের উপর জরাজীর্ণ ব্রীজটি ভেঙে পড়েছে।
তলিয়ে গেছে ফসলের মাঠ। ভেসে গেছে জাগ দেওয়া পাট। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। মাঠে যাতায়াতের একমাত্র ব্রীজটি ভেঙে পড়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা। প্রশাসনের নিকট দ্রুত ব্রীজ নির্মাণের দাবী করেন গ্রামবাসী। ব্রীজ নির্মাণের দাবির প্রেক্ষিতে সরেজমিনে মঙ্গলবার দুপুর ৩টার দিকে পরিদর্শনে আসেন জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন হোসেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন হোসেন বলেন, ভৈরব নদের উপর ব্রীজটি অতিবৃষ্টি এবং সিংনগর বাওড়ের বাঁধ ভেঙ্গে ওই বাওড়ের পানি ভৈরব নদীতে ঢোকার সময় প্রবল স্রোতের সৃষ্টি হচ্ছে। স্রোতের কারণে জরাজীর্ণ ব্রিজটি ভেঙ্গে পড়েছে এবং এলাকার কৃষকদের একমাত্র চলাচলের রাস্তাটি বিছিন্ন হয়ে পড়ছে। দ্রুত সময়ের মধ্যে বিকল্পভাবে চলাচলের ব্যবস্থা গ্রহনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। মুলত ব্রীজটি কেরু অ্যান্ড কোম্পানির তৈরী করা। এ কারণে দ্রুত ব্রীজ নির্মাণের জন্য কেরু অ্যান্ড কোম্পানির কতৃপক্ষের সাথে একাধিকবার আলোচনা করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, সাংবাদিক আকিমুল ইসলাম, সাংবাদিক চাষী রমজান, সাংবাদিক এ,আর,ডাবলু, উপসহকারী কৃষি কর্মকর্তা মোর্শেদ বিল্লাহ প্রমূখ।