Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গণমাধ্যম সংস্কার কমিশন সহ বিভিন্ন কমিশনে বিতর্কিত আদিবাসী শব্দ ব্যাবহারের প্রতিবাদে পি‌সি‌সি‌পি জরুরি সংবাদ সম্মেলন।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার:-
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে ‘আদিবাসী’ শব্দের ব্যবহারকে গভীর ষড়যন্ত্রের অংশ দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) ঢাকা মহানগর শাখা।

সোমবার (১৫ সেপ্টেম্বর)২৫ খ্রিঃ
বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিসিসিপি ঢাকা মহানগরের সভাপতি রাসেল মাহমুদ এবং সাধারণ সম্পাদক রিয়াজুল হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান।

পিসিসিপি নেতারা অভিযোগ করে বলেন, সংবিধান ও প্রচলিত আইন উপেক্ষা করে কমিশনের ১৯৪ পৃষ্ঠার প্রতিবেদনে বারবার ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করা হয়েছে। তারা মনে করেন, এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে। নোদের দাবি, দীর্ঘদিন ধরে কিছু বামঘরানার সমাজের ব্যক্তি ও বিদেশি স্বার্থান্বেষী মহল এই
ইস্যুতে চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ বলেন, “বাংলাদেশের ৯৯ শতাংশ মানুষ বাঙালি। বাকিরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। কিন্তু ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করে রাষ্ট্রবিরোধী মহল পার্বত্য চট্টগ্রামে আলাদা রাষ্ট্রের ষড়যন্ত্র করছে।”

ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান বলেন, ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক গবেষণা অনুযায়ী পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা এদেশের ভূমি সন্তান নয়, বরং বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশ থেকে অভিবাসন করে এসেছে। তাই ‘আদিবাসী’ শব্দ প্রয়োগ ঐতিহাসিকভাবে মিথ্যা এবং রাজনৈতিকভাবে বিপজ্জনক।

সংবাদ সম্মেলনে নেতারা আরও বলেন, পূর্ব তিমুর, দক্ষিণ সুদান ও জিবুতির মতো উদাহরণ অনুসরণ করে পার্বত্য চট্টগ্রামে পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ‘আদিবাসী’ স্বীকৃতি আদায়ের চেষ্টা চলছে। তারা এ ধরনের ষড়যন্ত্র রুখে দিতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

পিসিসিপি নেতৃবৃন্দ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার প্রত্য জোর দাবি জানান।