গোপালগঞ্জ ডিএসবির এএসআই মোঃ মনিরুল ইসলাম মনির চাকরি জীবনের ২০ বছর সফলভাবে সম্পন্ন করে ২১তম বছরে পদার্পণ করেছেন।
এএসআই মনিরুল ইসলাম মনির বলেন, “ন্যায়-নীতি, সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে গত দুই দশক দায়িত্ব পালন করেছি। আগামী দিনগুলোতেও যেন ন্যায়নীতি, সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে দেশ ও জনগণের সেবা করতে পারি, এ জন্য সবার দোয়া কামনা করছি।”
তিনি বর্তমানে গোপালগঞ্জে দায়িত্ব পালন করছেন এবং কর্মস্থলে নীতি-নৈতিকতা, সততা ও পেশাগত নিষ্ঠা অটুট রেখে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ কর্মজীবনে সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অভিজ্ঞতা দিয়ে আগামীর পথচলাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।