চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে “সাইবার বুলিং, ইভটিজিং, মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহকে না বলি” বিষয়ের ওপর মিট দ্য স্টুডেন্টস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৬ই সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানটি ক্লাস হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জহিরুল ইসলাম ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদেরকে নিজের, পরিবার এবং সমাজ সম্পর্কে সচেতন হতে হবে। প্রতিবাদ করা শিখতে হবে।কোন শিক্ষার্থীকে যদি বখাটে ছেলেরা উৎপাত করে তাহলে পুলিশকে জানালে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন তোমরা নিয়মিত বিদ্যালয় আসা-যাওয়া করবে, লেখাপড়া করে মানুষের মত মানুষ হও। বাল্যবিবাহকে এড়িয়ে চলবে। কোন বখাটে, চাঁদাবাজ, নেশাখোর, ইভটিজার এবং কিশোরগ্যাংদের এ অঞ্চলে থাকতে দেওয়া হবে না, সে যত বড় ধরনের প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও তিনি বিদ্যালয়ের হল রুম, গ্যারেজ রুম সহ স্কুলের মাঠ সংস্কারের আশ্বাস প্রদান করেন।
এদিকে স্বাগত বক্তব্য জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, আমাদের এখানে প্রায় ৮০০ শিক্ষার্থী পড়াশোনা করে। তবে পর্যাপ্ত ভবন নেই। ছাত্র-ছাত্রীদের জন্য কোন বিশ্রামাগার ঘর নেই, সাইকেল রাখার জন্য কোন গ্যারেজের সুব্যবস্থা নেই এছাড়াও স্কুলের মাঠের অবস্থা খুবই করুন সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে ।ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করছি এ বিষয়টি দেখার জন্য। আমাদের বিদ্যালয় সরকারি হওয়ার জন্য যেসব বিষয়াদি দরকার, সেগুলো সব পূরণ করা হয়েছে। তবে আমাদের বিদ্যালয় সরকারি হয়নি। এ বিষয়টি গুরুত্বসহকারে দেখার অনুরোধ করছি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস, জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাসানুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের মুক্ত মঞ্চের শুভ উদ্বোধন করা হয়।