ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের জগতআলি হাজি বাড়ির বাসিন্দা মোঃ হাসনাইন, পিতা নকিতুল্লাহ ও মাতা রোকেয়া বেগমের সন্তান, লিভার ক্যানসার ও হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।
গত বছরের ২৪ জানুয়ারি এই রোগ ধরা পড়ে। এরপর থেকে দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ায় তাকে নিতে হয়েছে ১৯ দফা কেমোথেরাপি। চিকিৎসার খরচ মেটাতে পরিবার বিক্রি করেছে সহায়-সম্পত্তি, ব্যয় হয়েছে ৬ লক্ষাধিক টাকা। কিন্তু অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে আরও ৫ লক্ষ ৫০ হাজার টাকার প্রয়োজন। অর্থের অভাবে চিকিৎসা কার্যক্রম বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
বিবাহিত হাসনাইনের কোনো উপার্জনের উৎস নেই। তাই দেশবাসী ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তার পরিবার। তাদের আহ্বান—
“একটু সহায়তা একটি জীবন বাঁচাতে পারে।”
সহযোগিতার জন্য যোগাযোগ: 01626771918 (বিকাশ/নগদ)