Crime News tv 24
ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা।

Link Copied!

নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের ভাটিয়া পাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। গত ৫ জুলাই ২০২৫ তারিখে নাউতারা নদীতে পরিচালিত অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন জব্দ করা হয় এবং বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার।

উল্লেখ্য, নদী ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এমন তৎপরতা জনস্বার্থে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।