Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

একর প্রতি আখের ফলন বৃদ্ধি ও গুনগত মানসম্পন্ন আখ উৎপাদনের লক্ষ্যে আধুনিক কলাকৌশল প্রয়োগ শীর্ষক মাঠদিবস-২০২৫ অনুষ্ঠিত।

আজাদ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি:-
জুলাই ১, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

একর প্রতি আখের ফলন বৃদ্ধি ও গুনগত মানসম্পন্ন আখ উৎপাদনের লক্ষ্যে আধুনিক কলাকৌশল প্রয়োগ শীর্ষক মাঠদিবস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার সময় কেরু এন্ড কোম্পানি’র আকন্দবাড়িয়া পরিক্ষা মুলক কৃৃষিখামারে অনুষ্ঠিত অনুুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনিকলের মহা ব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া। উপ-ব্যবস্থাপক (সম্প্রসারণ) মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাাঠদিবসে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী কেরু এন্ড কোম্পানি’র ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান এফসিএমএ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেরু চিনিকলের মহা ব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, উপ-ব্যবস্থাপক (সম্প্রসারণ, বীজ) দেলোয়ার হোসেন, ব্যবস্থাপক (জৈব সার) জাকির হোসেন, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) চুয়াডাঙ্গা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ওবায়দুল্লাহ শেখ, আখচাষী মোরশেদুর রহমান লিঙ্কন, সিরাজুল ইসলাম মনি, শামিম হোসেন, আফজালুর রহমান ধীরু প্রমুখ।
অনুষ্ঠানে কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, আখের অধিক ফলন পেতে হলে আগামী আখ চাষের কোন বিকল্প নেই। অবিলম্বে আখের মূল্য বৃদ্ধির দাবির প্রতি সহানুভূতি জানিয়ে তিনি বলেন আগামী রোপন মৌসুমের আগেই আখের মূল্য বৃদ্ধির ঘোষনা আসবে। আখ চাষ বৃদ্ধি করেন, আখ চাষে অধিক লাভবান হবেন, এর জন্য সবধরনের সহায়তা কেরু এন্ড কোম্পানির পক্ষ থেকে করা হবে বলে উপস্থিত আখচাষীদেরকে আস্বস্ত করেন।

আজাদ হোসেন/চুয়াডাঙ্গা
০১৭১১-২১৭৩৯০