দিনাজপুরের ফুলবাড়ীতে কিশোর কন্ঠ পাঠক ফোরামের উদ্যোগে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আজ শুক্রবার সকাল ১০টায় পৌর এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কিশোর কন্ঠ পাঠক ফোরামের দিনাজপুর জেলা দক্ষিণ ব্রাঞ্চের চেয়ারম্যান সাজিদুর রহমান সাজু জানান, চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শ্রেণি ভিত্তিক ১০০ নম্বরের মেধা যাচাই পরীক্ষা দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চলের ৬টি উপজেলায় এক যোগে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ফুলবাড়ী উপজেলায় রেজিষ্ট্রেশনকৃত ৫৬২ শিক্ষার্থীর মধ্যে ৫৩০ জন উপস্থিত হয়েছেন। প্রতিটি শ্রেণির সাধারণ গ্রেড (৮০-৮৯ নম্বর) এবং ট্যালেন্টপুলে (৯০-১০০ নম্বর) প্রাপ্তদের মোট ২ লাখ টাকার মেধাবৃত্তিসহ বৃত্তি প্রাপ্তদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হবে। এছাড়াও সর্বোচ্চ নম্বর প্রাপ্ত একজনকে একটি ল্যাপটপ কম্পিউটার প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন কিশোর কন্ঠ পাঠক ফোরামের জেলা নির্বাহী সদস্য সারোয়ার হোসেন, হল পরিদর্শক ও কিশোর কন্ঠ পাঠক ফোরামের সাবেক কেন্দ্রীয় সদস্য হাফেজ মুজাহিদুল ইসলাম, কেন্দ্র প্রধান ইমরান হোসেন, সহকারী কেন্দ্র প্রধান সৌরভ হোসেন।
আয়োজকরা জানান, পরীক্ষার ফলাফল আগামী ৩০ নভেম্বর প্রকাশ করা হতে পারে। এর আগে গত ১০ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে পরীক্ষার নিবন্ধন সম্পন্ন করা হয়। এতে মোট ৫৬২ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষার জন্য নিবন্ধন করেন।

                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
								                                                                                    
                                    