Crime News tv 24
ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনার পূর্বধোলায় ফলাফল বিপর্যয়ের সংবাদে সাংবাদিককে অধ্যক্ষের হুমকি।

সাগর আহমেদ জজ,, (নেত্রকোনা) প্রতিনিধি:-
নভেম্বর ৩, ২০২৫ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের ফলাফল বিপর্যয় সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের হুমকির প্রতিবাদে পূর্বধলায় সাংবাদিকদের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

সমাবেশে পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- দৈনিক আমার সংবাদ-এর উপজেলা প্রতিনিধি শফিকুল আলম শাহীন, নয়া দিগন্ত-এর উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, দিনকাল-এর জেলা প্রতিনিধি নূর উদ্দিন মন্ডল দুলাল, প্রেসক্লাবের সহ-সভাপতি নুর আহমদ খান রতন, সদস্য দীপক সরকার, জাকির আহমেদ খান কামাল, কালের কণ্ঠ-এর উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা, পূর্বধলার দর্পণ সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার এবং দৈনিক সংবাদ-এর উপজেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন-ভোরের ডাক-এর উপজেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম খান, এনটিভি অনলাইন-এর প্রতিনিধি এসএস ওয়াদুদ, একুশের সংবাদ-এর উপজেলা প্রতিনিধি মো. সাইদুল ইসলাম, প্রতিদিনের সংবাদ-এর প্রতিনিধি আল মনসুর, মানবকণ্ঠ-এর প্রতিনিধি আব্দুল্লাহ সাকিব, মানবজমিন-এর প্রতিনিধি জুবায়ের হোসেন বাচ্চু, সাংবাদিক আমিনুল ইসলাম মন্ডল, আব্দুল্লাহ আল-আমিন, ইমতিয়াজ আহমেদ সজিব, শাহীন খন্দকার, সাগর আহমেদ জজ, আল-আমিন শেখ, আল-মামুন, আমিনুল হক, জিয়াউর রহমান, মজিবুর রহমান তালুকদার, মোশাহিদুর রহমান উজ্জ্বলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ কতৃক এভাবে সাংবাদিকদের ভয়-ভীতি ও হুমকি দিয়ে চুপ করিয়ে রাখা যাবে না। সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপের যে কোনো প্রচেষ্টা গণমাধ্যম কর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

জানা গেছে, আজকের আরবান পত্রিকার স্টাফ রিপোর্টার ও আমার সংবাদ-এর উপজেলা প্রতিনিধি নাহিদ আলম সম্প্রতি পূর্বধলা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার ২০২৫ সালের ফলাফল বিপর্যয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। ওই সংবাদ প্রকাশের পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতনের বিরুদ্ধে সাংবাদিক নাহিদ আলমকে ডেকে নিয়ে হুমকি ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে।

সাংবাদিক নাহিদ আলম জানান, গত রবিবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে কলেজে ঘটে যাওয়া একটি ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন এবং প্রাথমিক তথ্য সংগ্রহ করে অফিসে ফিরে আসেন। পরে দুপুর ১টা ২০ মিনিটের দিকে কলেজের প্রভাষক ইলিয়াস আহমদ ভূঁইয়ার ফোনে তিনি কলেজে যান। সেখানে উপস্থিত হয়ে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করলে তাঁকে তিরস্কার, কটূক্তি ও মানহানিকর আচরণের শিকার হতে হয়।

তিনি আরও জানান, অধ্যক্ষ ফলাফল সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের জন্য তাকে কঠোরভাবে সতর্ক করেন এবং ভবিষ্যতে তার অনুমতি ছাড়া কলেজ-সম্পর্কিত কোনো সংবাদ প্রকাশ না করতে সতর্ক করেন। এমনকি ভবিষ্যতে কলেজে প্রবেশের আগে অনুমতি নিয়ে প্রবেশ করতে নির্দেশ দেন।
ঘটনার সময় উপস্থিত শিক্ষক ও স্টাফদের সামনেই তাকে প্রায় আধা ঘণ্টা ধরে অপমান ও হেনস্থা করা হয় বলে জানা গেছে।

এ ঘটনার প্রতিবাদে সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তাৎক্ষণিকভাবে সমাবেশ করে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণার ঘোষণা দেয়।