চুয়াডাঙ্গা জেলা সদরের নেহালপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের এক প্রবাসী আশিকের ফাঁদে পড়ে অনলাইন ক্যাসিনো এপস” থার্ড পার্টি ট্রেডিং র প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছে বেশ কয়েকজন যুবক।সর্বস্ব হারিয়ে ওরা দিশেহারা হয়ে পড়েছে।আইন শৃঙ্খলাবাহিনীর হস্তোক্ষেপ দাবী করেছে এলাকাবাসীর।
স্থানীয় সূত্রে জানা গেছে,বোয়ালিয়া গ্রামের মৃত’আব্দুল লতিফের ছেলে মালয়েশিয়া প্রবাসী আশিক (২২) প্রায় চার মাস আগে গ্রামে যোগাযোগ করেন এবং গ্রামবাসীদের ওই থার্ড পার্টি ট্রেডিং এপে অনলাইন আয়ের প্রলোভন দেখায়। প্রবাসী আশিক গ্রামের মাবুদের ছেলে নিরব হোসেন ও কুরবান আলীর ছেলে আকাশ হোসেন-এর সঙ্গে যোগাযোগ করে জানায়,
> “একটা অনলাইন সাইট আছে যেখানে বসে থেকেই অনেক টাকা ইনকাম করা যায়। সাইটটির মালিকদের সঙ্গে আমার গভীর সম্পর্ক আছে, তোমরা নির্ভয়ে কাজ করতে পারো।”
এই আশ্বাসে নিরব ও আকাশ ওই সাইটে কাজ শুরু করে এবং ধীরে ধীরে গ্রামের বাইরে বিভিন্ন এলাকা থেকেও মানুষকে সেখানে ইনভেস্ট করতে উদ্বুদ্ধ করে। জানা যায়, প্রতিদিন নিরব ও আকাশ ওই সাইট থেকে ২০-৩০ হাজার টাকা পর্যন্ত উত্তোলন করত, যা তারা কমিশন বা পারসেন্টেজ হিসেবে পেত।
কিন্তু আজ ৩ নভেম্বর ২০২৫, সকালে ওই যুবকরা ঘুম থেকে উঠে সাইটে প্রবেশ করতে গেলে দেখতে পায়, সাইটটি হঠাৎ উধাও গেছে। এরপর জানা যায়, এটি আসলে একটি প্রতারণামূলক অনলাইন স্কিম, যার মাধ্যমে গ্রামের মানুষদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
প্রাথমিক হিসাবে বোয়ালিয়া গ্রাম থেকে প্রায় প্রায় ১২ কোটি টাকারও বেশি এই সাইটে বিনিয়োগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কেউ এনজিও থেকে ঋণ নিয়েছিলো কেউ অটো বা মোটরসাইকেল বিক্রি করে, আবার কেউ জমি বন্ধক রেখে টাকা জোগাড় করেছে এই অনলাইন ইনভেস্টমেন্টে অংশ নিতে।
গ্রামের কেউ প্রকৃত অর্থে কোনো আয় করতে না পারলেও, নিরব ও আকাশ—এই দুইজনের নামে প্রায় ২ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে বলে জানা গেছে।
গ্রামজুড়ে এখন হাহাকার ও হতাশা বিরাজ করছে। এ ব্যাপারে ভুক্তভোগী আসাদুল,জিনার,নিরব,ইসমাইল জানায়,প্রবাসী প্রতারক আশিক,নিরব,আকাশ এর “থার্ড পার্টি ট্রেডিং র ফাঁদে পড়ে তাদের সবকিছু শেষ করে ফেলেছি।
ভুক্তভোগী যুবকরা ও এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ ও প্রতারণার মূল হোতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।#

                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
								                                                                                    
                                    