গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে সংগঠনের আদর্শে দৃঢ় থেকে টঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। টঙ্গী মধুমিতা মেগাসিটি দ্বিতীয় তলায় আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুকের সভাপতিত্বে এবং যুবদল নেতা মোক্তাদীর আহম্মেদ লিপু মোল্লার সঞ্চালনায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে আলোচনা সভা ও খাবার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা বিএনপি সভাপতি ,গাজীপুর -৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক বেনজির রহমান খান পিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, অন্যতম সদস্য রাজিব বিন সাঈদ রিগান, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম সাথী, আলহাজ্ব আমান উল্লাহ গাজী, রাজন মাহমুদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ৫৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোল্লা, সহ-সভাপতি মামুনুর রহমান চীন, দেলোয়ার হোসেন দেলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কাজী শাহিন, ৪৮ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাকিল হোসেন, সহ-সভাপতি কামাল খান, যুবদল নেতা রাজন মাহমুদ, মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, রেজাউল করিম রানা, রিয়াদ, মামুন ঢালী, আলমগীর হোসেন, শামীম হোসেন, আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের ধারক ও বাহক। গণতন্ত্র, ন্যায়বিচার ও দেশের স্বাধীনতা রক্ষায় যুবদল অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে। বক্তারা আরও বলেন,যুবসমাজই জাতির ভবিষ্যৎ। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবদল সবসময় প্রস্তুত থাকবে। শেষে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং দেশ ও দলের উন্নতি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

