Crime News tv 24
ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে মাদক বিরোধী প্রীতি ম্যাচ অনূর্ধ্ব ১৫ফুটবল খেলোয়ার বাছাই পর্ব অনুষ্ঠিত।

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
অক্টোবর ২৯, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলবাড়িয়া ও ফুলপুর উপজেলা অনূর্ধ্ব ১৫ ফুটবল খেলোয়ার বাছাই পর্ব আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ জেলার প্রায় ২৩০ জন ফুটবল খেলোয়াড় দুইটি ভেনুতে বাসায় অংশগ্রহণ করে। চূড়ান্ত বাছাইয়ের পর ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচের করা হয়। জেলার ফুলবাড়িয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্লাহ কাজল। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন। প্রাথমিক বাছাইয়ের পর প্রতিযোগিতা থেকে ৩০ জন খেলোয়াড় চূড়ান্ত করা হয়। জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে আবাসিক প্রশিক্ষণের আয়োজন করা হবে। যারা সুযোগ পাবে ক্রীড়া পরিদপ্তর এর জাতীয় পর্যায়ে ডেভেলপমেন্ট ও বিচ ফুটবলে অংশগ্রহণের।
আজ দিনব্যাপী আয়োজনে ফুলপুর ও ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে বিপুল পরিমাণ দর্শক মাঠে উপস্থিত ছিলেন। বাছাইও প্রীতি ম্যাচ শেষে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ছাত্র শিক্ষক, জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।