Crime News tv 24
ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে ২৮ অক্টোবরের ঘটনার ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবিতে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত সহিংস ঘটনার ন্যায়বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদ চত্বর থেকে মিছিল শুরু হয়ে তিন মাথা মোড়ে গিয়ে এক বিশাল সমাবেশে পরিণত হয়।

উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিমের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথি ফজলুর রহমান সাঈদ তাঁর বক্তব্যে বলেন,২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত মর্মান্তিক সহিংসতায় নিহতদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। জাতি আজও সেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের প্রত্যাশায় আছে। আমরা চাই, দোষীদের বিচার হোক, যেন ভবিষ্যতে কেউ এমন সহিংসতার পুনরাবৃত্তি ঘটাতে না পারে।

তিনি আরও বলেন,দেশে গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দাড়িপাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক—এর পক্ষে জনমত গড়ে তুলতে হবে। দেশের মানুষ আজ পরিবর্তন চায়,আর সেই পরিবর্তনের পথ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়েই আসবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মণ্ডল, জেলা সহকারী সেক্রেটারি মুহাঃ হাসিবুল আলম লিটন,পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান,উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ আবু রায়হান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল বাশার, ইসলামী ছাত্রশিবিরের পাঁচবিবি পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি মোঃ আব্দুল মুকিত এবং পূর্ব থানা সভাপতি মোঃ সোহরাব হোসেন প্রমুখ।

বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের স্মরণ করেন এবং ঘটনার ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা জামায়াত ও ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতা–কর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।