Crime News tv 24
ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাসের কালো অধ্যায় ২৮ অক্টোবর স্মরণে।

Link Copied!

বাংলাদেশের ইতিহাসে ২৮ অক্টোবর একটি স্মরণীয় ও হৃদয়বিদারক দিন হিসেবে চিহ্নিত। এই দিনটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে স্মরণ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর ও সদর উপজেলা শাখা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৩ টায় জয়পুরহাটের আরামনগর এলাকার দারুস সুফফা ট্রাস্ট মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর ও সদর উপজেলার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলার আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ ফজলুর রহমান সাঈদ,
জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,ভারপ্রাপ্ত শহর আমীর মাওলানা সাইদুল ইসলাম,শহর সেক্রেটারি মিজনুর রহমান,
সদর উপজেলা আমীর ইমরান হোসেন,
জেলা অফিস সম্পাদক আনোয়ার হোসেনসহ শহর ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এই দিনে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর নৃশংসভাবে হামলা চালিয়ে নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল। নেতাকর্মী শহীদ হন, আহত হন আরও অনেকে। বক্তারা এ ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রবিরোধী একটি ঘৃণ্য হত্যাযজ্ঞ হিসেবে আখ্যায়িত করেন।

বক্তারা আরও বলেন, শহীদদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তারা শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।