মাগুরার জগদল ইউনিয়নের লস্করপুর গ্রামের উপর দিয়ে চাউলিয়া ইউনিয়ন পর্যন্ত ১ কিলোমিটার পাকা রাস্তা তৈরি হচ্ছে একেবারেই নিম্নমানের ইট দিয়ে,এমন প্রশ্ন উঠেছে সেকানকার স্হানীয় বাসিন্দাদের মধ্য থেকে।
এ বিষয়ে লস্করপুর গ্রামের মিন্টু মিয়া জানান আমাদের সামনে রাস্তায় যে সকল খোয়া ফেলা হয়েছে তা একেবারেই নরম ডলন দেয়ার আগেই গুড়ো হয়ে বাতাসে উড়ছে।কাজেই এমন রাস্তা দিয়ে যানবাহন চলাচলের সাথে সাথেই রাস্তা দেবে ঢ়াওয়ার সম্ভবনা রয়েছে।কাজেই এ বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।কেননা আমরা জানি প্রশাসনের উপর এখন কোন রাজনৈতিক হস্তক্ষেপ নাই।

