Crime News tv 24
ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে জাবিতে লাল সবুজ উন্নয়ন সংঘের সপ্তাহব্যাপী ক্যাম্পেইন শুরু।

admin
অক্টোবর ২২, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:-

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লাল সবুজ উন্নয়ন সংঘ, জাবি শাখার উদ্যোগে সপ্তাহব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ দুপুরে ক্যাম্পাসে এক র‍্যালি ও পথসভার মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. আব্দুর রব এবং লাল সবুজ উন্নয়ন সংঘের জাবি শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

বর্তমানে ক্যাম্পাসসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত দেশে প্রায় ৫৯ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং ২৫৮ জনের বেশি প্রাণ হারিয়েছেন, যা পরিস্থিতির ভয়াবহতা নির্দেশ করে।

ডেঙ্গু প্রতিরোধে লাল সবুজ উন্নয়ন সংঘ, জাবি শাখা প্রশাসনের প্রতি তিন দফা আহ্বান জানিয়েছে—
১️. ক্যাম্পাসজুড়ে নিয়মিত মশা নিধন ও স্প্রে কার্যক্রম জোরদার করা, বিশেষ করে আবাসিক হলগুলোতে।
২️. বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে ডেঙ্গু টেস্ট কিট, প্রয়োজনীয় ওষুধ ও সুচিকিৎসা নিশ্চিত করা।
৩️. প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা চালু করা এবং ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

সংগঠনটির নেতারা বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশই ডেঙ্গু প্রতিরোধের মূল অস্ত্র। এজন্য সবার সচেতনতা ও যৌথ উদ্যোগ প্রয়োজন।”