Crime News tv 24
ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোংলায় নদী থেকে পুরুষের ভাসমান লাশ উদ্ধার।

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি:-
অক্টোবর ২২, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোংলার পশুর নদীর পূর্ব পাড়ে জয়মনি সাইলো সংলগ্ন নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় চাঁদপাই নৌ থানা পুলিশ ওই পুরুষের লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, নদীতে একটি লাশ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাঁদপাই নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: একরামুল হক জানায়, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে চাঁদপাই নৌ থানাধীন পশুর নদীর পূর্ব পাড়ে জয়মনি সাইলো সংলগ্ন নদীর পানিতে ভাসমান অজ্ঞাত একজন পুরুষের লাশ আমরা উদ্ধার করেছি। লাশের পরিচয় এবং মৃত্যুর কারণ উদঘাটনে আমরা চেষ্টা চালাচ্ছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।