Crime News tv 24
ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীর শিক্ষা প্রতিষ্ঠানে সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন ও মানবাধিকার নেতা মঞ্জুর হোসেন ঈসার সৌজন্য সফর।

যাকারিয়া মাহমুদ নিজস্ব প্রতিবেদক:-
অক্টোবর ২০, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

২০ অক্টোবর ২০২৫ (সোমবার) দেশের দক্ষিণাঞ্চলের শিক্ষা উন্নয়ন, মানবসম্পদ বিকাশ ও শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্য নিয়ে আজ সকালে পটুয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সৌজন্য সফর করেন সাবেক অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

সফরকালে তারা পটুয়াখালীর স্থানীয় কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।
শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা, মানবাধিকার সচেতনতা এবং সামাজিক দায়িত্ববোধ নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তব্য রাখেন মো. মঞ্জুর হোসেন ঈসা। তিনি বলেন,

“শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, একজন মানুষ হিসেবে নিজের মানবিক ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার জন্য। দেশের আগামী প্রজন্মকে সৎ, সাহসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি।”

পীরজাদা শহিদুল হারুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,

“দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তোমাদের হাতেই। তাই জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, সততা ও দেশপ্রেম চর্চা করতে হবে।”

এ সময় স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক, সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সফর শেষে অতিথিরা পটুয়াখালী জেলার শিক্ষা ও সংস্কৃতির অগ্রযাত্রায় সকলের ঐক্যবদ্ধ ভূমিকা কামনা করেন।