নওগাঁর মহাদেবপুরে মোটর সাইকেলের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ মৃত্যু হয়েছেন। নিহত সাইদুল ইসলাম উপজেলার শ্যামপুর গ্রামের মৃত তমিজ উদ্দিন সরদারের ছেলে।
রবিবার রাত সাড়ে সাতটার দিকে শ্যামপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সাইদুল ইসলাম সরস্বতীপুর বাজার থেকে মোটরসইকেল যোগে বাড়ি ফেরার সময় শ্যামপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল থেকে সিটকে পড়ে দুর্ঘটনায় স্থলেই তার মৃত্যু হয়। নওগাঁ #